বিজ্ঞান-প্রযুক্তি

যেভাবে এআই টুল দিয়ে ভিডিও বানাবেন

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন কোন পর্যায়ে পৌঁছে গেছে তা নতুন করে বলার কিছু নেই। সব কিছুতেই এআইয়ের ছোঁয়া। এআই দিয়ে ইচ্ছামতো ছবি, ভিডিও বানাতে পারবেন। জন্য রয়েছে অসংখ্য এআই টুল।

প্রায় প্রতিটি ওয়েবসাইটেই এআই টুল ব্যবহার করা হচ্ছে। ফলে এখন অনেক কাজকেই সহজ করে তুলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। চলুন জেনে নেওয়া যাক এমন একটি এআই ভিডিও জেনারেটিং টুল সম্পর্কে, যেটি আপনার ফটো বা ভিডিও ক্লিপের সাহায্যে নতুন ভিডিও তৈরি করতে পারে।

বর্তমানে ইনস্টাগ্রাম রিল এবং ইউটিউব শর্টস ট্রেন্ডে রয়েছে। আর সেই ট্রেন্ডে গা ভাসিয়ে আপনিও তৈরি করতে ফেলতে পারবেন এআই ছবি বা ভিডিও। এজন্য-

*** প্রথমে আপনার ব্রাউজারে HeyGen.com খুলুন।

*** পেজের উপরের ডানদিকে আপনি ‘ট্রাই হ্যাগেন ফর ফ্রি’ লেখা দেখতে পাবেন। এটিতে ক্লিক করুন।

*** এরপর কোম্পানি কিছু নিয়ম আপনাকে দেখাবে এবং আপনার কাছ থেকে কিছু অনুমতি চাইবে। এজন্য চেক বক্সে ক্লিক করুন এবং ‘অ্যাক্সেপ্ট’ বোতামে ক্লিক করুন।

*** এখানে আপনার ই-মেইল আইডিও চাওয়া হবে। এরপর আপনার ফটো বা নমুনা ভিডিও আপলোড করুন। সেই ভিডিও নিয়েই এআই টুল নতুন ভিডিও তৈরি করবে, যা আপনি ডাউনলোড করতে পারবেন।

*** এর সাহায্যে আপনি ছবিও তৈরি করতে পারেন। সেজন্য আপনার ছবি আপলোড করুন। সেই ছবি দিয়ে এআই দুর্দান্ত ছবি তৈরি করে দেবে।

এছাড়া আরও অনেক এআই টুল আছে যেগুলো দিয়ে ভিডিও বানাতে পারবেন। চাইলে সম্পূর্ণ নতুন আপনার স্ক্রিপ্টে একটি ভিডিও তৈরি করতে পারবেন।

তথ্যসূত্র: হেয়গান

টেক টাইমস বিডি

টেক টাইমস বিডি ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করতেঃ এখানে ক্লিক করুন
টেক টাইমস বিডি ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ টেক টাইমস বিডি ফেসবুক পেজের লিংক
টেক টাইমস বিডি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতেঃ এখানে ক্লিক করুন এবং তথ্য প্রযুক্তির আপডেট ভিডিও দেখুন।
গুগল নিউজে টেক টাইমস বিডি সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
তথ্য প্রযুক্তির আপডেট খবর পেতে ভিজিট করুন www.techtimesbd.com ওয়েবসাইট।

এই বিভাগের আরও খবর

Back to top button
error: Content is protected !!